চট্টগ্রাম কণ্ঠ : ডেস্ক
ছেলে সুদীপ্তকে হারিয়েছেন ২০১৭ সালে। তারপর থেকেই স্মৃতিফলকই ছিলো হারানো ছেলের একমাত্র স্মৃতি। ধূলো পড়তেই দিতেন না, প্রতিদিন গিয়ে মুছে পরিষ্কার রাখতেন। শনিবার বরাবরের মতো এসেছিলেন কলেজ প্রাঙ্গনে। কলেজ গেইটে এসেই তার বুক ভেঙে যায় ছেলের শেষ স্মৃতিটুকু না দেখে।
দৌড়ে যান প্রিন্সিপালের কক্ষে। প্রিন্সিপাল জানান, কলেজের সংস্কার করতে গিয়ে সরানো হয়েছে ফলকটি।
ফলক সরানের খবর পেয়ে সুদীপ্ত বিশ্বাসের বাবার সাথে কথা বলে দ্রুত কলেজ ক্যাম্পাসে স্মৃতিফলক স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন ছাত্র সংসদের নবগঠিত কমিটির বৈকালিক শাখার ভি.পি. মোঃ তাসিন।
তিনি বলেন, কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছি। কলেজ কর্তৃপক্ষ খুব দ্রুতই স্মৃতিফলক স্থাপন করবে বলে আশ্বাস দিয়েছেন ।
তিনি আরও বলেন, যদি কলেজ কর্তৃপক্ষ সুদীপ্ত বিশ্বাসের স্মৃতিফলক স্থাপন নাও করে তিনি ব্যক্তিগত উদ্যোগে এ কাজ করবেন। সুদীপ্ত বিশ্বাসের রক্তের উপর দাড়িয়ে আছে এ কলেজ। এমন একজন ছাত্রনেতার স্মৃতিফলক কলেজ গেইটে থাকাটা আমাদের জন্য গৌরবের।
উল্লেখ্য সুদীপ্ত বিশ্বাস ২০১৭ সালে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন। ঐ মামলার সব আসামী বর্তমানে জামিনে মুক্ত।