২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের।

প্রকাশিত হয়েছে-

মো আরফাত ছিদ্দিকী (চট্টগ্রাম )

চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় তৃপ্তি ধর (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃপ্তি ধরের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুত্রধর পাড়ায়। তিনি নগরের নন্দন কানন এলাকার অপুর্ব চৌধুরীর বাসায় ভাড়ায় থাকতেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান সাংবাদ কর্মীদেরকে বলেন , নগরীর ফিশারিঘাট এলাকায় তৃপ্তি ধর নামক এক ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাকে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে যায়। চমেকের কর্তব্যরত চিকিৎসক তার লাশ মর্গে পাঠান।

পুলিশের কর্তব্যরত অফিসার বলেন চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।