জাহেদ চট্টগ্রাম
চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় বাণিজ্য মেলার স্টল এর জের ধরে ছুরিকাঘাতে মহিউদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোবারক নামে একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কাজীর দেউড়ির দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাণিজ্য মেলার স্টল দেওয়া নিয়ে মহিউদ্দিনের সঙ্গে একটি পক্ষের বিরোধ ছিল। আজ ভোরে ঢাকা থেকে কাপড় নিয়ে মহিউদ্দিন ও তার সহযোগী সিএনজি অটোরিকশায় করে কাজীর দেউড়ি দুই নম্বর গলিতে আসেন। এসময় তাদের ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
জাহিদুল কবির বলেন, মহিউদ্দিন ও মোবারককে যে ছুরিকাঘাত করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন আহত মোবারকের বোনের সঙ্গে বিভিন্ন মেলায় স্টল নিয়ে ব্যবসা করতেন। ব্যবসার মালামাল মোবারকের বাসায় নামিয়ে দিতে এসেছিলেন মহিউদ্দিন।
এসময় বাবু নামে একজন মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাবু তাদের দুইজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আরও জানা গেছে, মহিউদ্দিনের সঙ্গে বাবুর আগে থেকেই বিরোধ ছিল।