২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নগরী মাঝিরঘাটে জুতার ফ্যাক্টরি তে ভয়াবহ আগুন।

প্রকাশিত হয়েছে-

জাহিদ চট্টগ্রাম

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় আগুনে দুটি জুতার কারখানা পুড়ে গেছে।

বুধবার (৮ জুন) সকালে মাঝিরঘাটের দারোগাহাট রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান।

তিনি বলেন, ‌‘জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ  করে। 

কারখানার চারদিকে দেয়াল দিয়ে ওপরে টিনশেড থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। 

পরে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।