১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনা সভায় প্রাক্তন ছাত্রদের শিক্ষা, ক্রীড়া ও আর্থিক বিষয়ে শিক্ষক, ছাত্র, অভিভাবক সহ সবার সহযোগিতায় বিদ‍্যালয়কে আরো উন্নততর স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে একমত পোষন করেন।

প্রকাশিত হয়েছে-

 

চট্টগ্রাম কণ্ঠ :ডেস্ক 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ আনোয়ারা থানার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ‍্যালয় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান নির্বাচিত হওয়ায় বিদ‍্যালয়ের সভাপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উপস্থিত ছিলেন জনাবা খালেদা খানম সভাপতি, প্রধান শিক্ষক হামিদুল আলম চৌধুরী, ক্রীড়া শিক্ষক নেজাম উদ্দিন, এডহক কমিটির সদস্য আবু সায়েম, ৭০ ব‍্যাচের এস এস এম মফিজ উল্লাহ ৯১ ব‍্যাচের আসাদুজ্জামান, ৯২ ব‍্যাচের মোহাম্মদ ফারুক, ৯৫ ব‍্যাচের আনোয়ার হোসেন,৯৮ ব‍্যাচের মো: রফিক,২০১৮ মাহবুব।

আলোচনা সভায় প্রাক্তন ছাত্রদের শিক্ষা, ক্রীড়া ও আর্থিক বিষয়ে শিক্ষক, ছাত্র, অভিভাবক সহ সবার সহযোগিতায় বিদ‍্যালয়কে আরো উন্নততর স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে একমত পোষন করেন।