২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে সিএনজি সমিতির উদ্যোগে চলছে রাস্তা রিপেয়ারিং এর কাজ ।

প্রকাশিত হয়েছে-

জাহিদুল ইসলাম (জাহিদ) চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী রাস্তার বাকি কাজ সম্পন্ন করছে কর্ণফুলী সিএনজি সমিতির সভাপতি খুরশেদ আলম। বিশেষসূত্রে জানা গেছে,চট্টগ্রামের কর্ণফুলী থানাস্থ চরলক্ষা ইউনিয়ন ৩নং ওর্য়াড কর্ণফুলী থানা রাস্তাটির কাজ সরকারীভাবে কিছুটা সম্পন্ন হলেও সম্পূর্ণ কাজ সম্পন্ন হয় নি।বাকি যে কাজটুকু রয়েছে তা সহায়তায় সম্পন্ন করা হচ্ছে।জানা গেছে রাস্তার বাকি কাজ শুরু করা হয়েছে।এবং তিনি এই রাস্তার জন্য ইতিমধ্যে দান করেছেন।এছাড়াও তিনি এলাকাবাসী জানান,দীর্ঘদিন থেকে এই রাস্তাটির কাজ হচ্ছে না।সবাই কাজ করা শুরু করলেও ভালভাবে আজ পর্যন্ত কেউ কাজ করেনি।বর্ষাকালে এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করতে কষ্ট হয়ে যায়।তা কিছুটা লাঘব হতে যাচ্ছে। এখনো পর্যন্ত চলছে উক্ত রাস্তা সংস্কারের কাজ।

এসময় উপস্থিত ছিলেন,
কর্ণফুলী সিএনজি সমিতির সভাপতি মো খুরশেদ আলম,
সহ সভাপতি আবুল কালাম সাধু, সাধারণ সম্পাদক মো জাকারিয়া, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম আবু তাহের সহ আরো অনেকে ই।