১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাম অয়েল রপ্তানি বন্ধ ইন্দোনেশিয়ার, কী করবে ক্রেতারা?

প্রকাশিত হয়েছে-

পাম অয়েল রপ্তানিতে ইন্দোনেশিয়ার দেওয়া আচমকা নিষেধাজ্ঞায় বড় সংকটের মুখে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো ক্রেতারা। এরই মধ্যে এর প্রত্যেকটি দেশে বেড়ে গেছে ভোজ্যতেলের দাম। নিত্যপণ্যের বাজারে সম্ভাব্য বড় অস্থিরতা ঠেকাতে দক্ষিণ এশিয়ার দেশগুলো মালয়েশিয়া থেকে আমদানি বাড়ানোর চেষ্টা করতে পারে। তবে বাজারে বিশ্বের বৃহত্তম পাম উৎপাদকের অনুপস্থিতির ঘাটতি মালয়েশিয়া কতটা পূরণ করতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের।

সোমবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ভারতে সপ্তাহান্তে পাম অয়েলের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। একই সমস্যা বাংলাদেশ-পাকিস্তানেও।

বাংলাদেশ ও পাকিস্তান অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৮০ শতাংশ পাম তেল ইন্দোনেশিয়া থেকে আমদানি করে। বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল আমদানিকারক ভারতের ক্ষেত্রে এর পরিমাণ প্রায় ৫০ শতাংশ।

পাকিস্তান ভোজ্যতেল পরিশোধক সমিতির (পিইওআরএ) চেয়ারম্যান রাশেদ জানমোহাদের মতে, ইন্দোনেশীয় পাম তেলের ঘাটতি পূরণের ক্ষমতা আর কারও নেই। এতে প্রতিটি দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে।