আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারায় ৩০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক ২

আনোয়ারা রিপোর্টার : মোঃ জাবেদুল ইসলাম

চট্টগ্রামে আনোয়ারা উপজেলা প্রাইভেট কারের চাকায় ভিতরের লুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ৩০ হাজার পিস ট্যাবলেট সহ ২ জনকে আটক করছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ দিকে উপজেলা কালাবিবি দীঘির মোড় এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,কক্সবাজার টেকনাফ বেলপাড়া এলাকার আবদুল মজিদ(২৫),মোঃ সাইফুল (২৪)।

আনোয়ারা থানা পুলিশ  সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ঢাকামেট্রো-গ-২৮-৬৩৬৫ নাম্বারের একটি প্রাইভেটকারকে সংকেত দেন পুলিশ। পরে তল্লাশি চালিয়ে গাড়ির চাকার ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে  আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের  মুঠো ফোনে কল দিয়ে ওসি কল রিসিভ করেনি। সাংবাদিকদের কল রিসিভ করেনা এমন অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর