আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২জন

আনোয়ারা রিপোর্টার : জাবেদুল ইসলাম

আনোয়ারায় অভিযান চালিয়ে  ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫৬ হাজার ৬২৫ পিস  ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-৭)। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ জাফর (৬৫) ও একই এলাকার মৃত সালেহ আহমদের ছেলে আবদুল করিম (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক ( মিডিয়া) নুরুল আবসার বলেন, মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে স্পীড বোট যোগে আনোয়ারা দিকে আসার   খবরে একটি আভিযানিক দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে  ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর