আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্রগ্রামের আনোয়ারায় রান্না করা গোস্তে আল্লাহর নাম

আনোয়ারা রিপোর্টার আলবিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রান্না করা গোস্তে আরবিতে আল্লাহ’র নাম লেখা পাওয়ার অলৌকিক ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের দক্ষিন শিলাইগড়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে মোঃ ইসহাকের ঘরে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে ইসহাকের স্ত্রী জানান,কাল রাতে কুরবানির সময় তুলে রাখা গোস্ত রান্না করি। রাতের খাবার খেতে গেলে গোস্তের মধ্যে আরবি লেখায় আল্লাহর নাম দেখতে পাই। আমরা গোস্ত কাটার এবং রান্না করার সময় কিন্তু আল্লাহর নাম সম্মিলিত লেখা গুলো দেখিনায়। রান্নার পর কেমনে আল্লাহর নাম আসার বিষয়টি আসলে বুঝতেছিনা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৬নং বারাখাইন ইউনিয়ন চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী(শাকিল) বলেন, ৪নং ওয়ার্ডের ইসহাকের ঘরে এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর