আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর বিভিন্ন জায়গায় অনুমতিবিহীন গরুর হাট বসায় চসিকের অভিযান ও জরিমানা

চট্টগ্রাম রিপোর্টার:কায়েস

নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ‘এক কিলোমিটার’ ও চকবাজার থানার জয়নগর এলাকায় অবৈধভাবে কোরবানির গরু বিক্রির দায়ে ৪টি খাইন মালিকের বিরুদ্ধে ৭টি মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গরুগুলো দ্রুত সময়ের মধ্যে পাশের নির্ধারিত কোরবানির হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

এর আগে বুধবার (১৪ জুলাই) নগরের পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধ খাইন বানিয়ে পশু বিক্রির দায়ে ৩টি খাইনের মালিককে ২৫ হাজার টাকা এবং মঙ্গলবার (১৩ জুলাই) বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে দু্ইটি খাইনের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করে চসিক।

নগরে ইজারা নেওয়া স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের বাইরে খাইন বসিয়ে গরু বিক্রি বন্ধ এবং করোনা ভাইরাস প্রতিরোধ ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর