আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীর বীর্যা খালের মাটির ও ময়লা আবর্জনা অপসারণ শুরু

চট্টগ্রাম রিপোর্টের : হুমায়ুন কবির হিরু

বন্দরনগরী চট্টগ্রামের সুন্দর অসুস্থ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে নগরীর ১৭নং ও ১৯নং ওয়ার্ডস্থ বির্জাখাল হতে মাটি ও ময়লা আর্বজনা অপসারনের কাজ শুরু হয়

উক্ত বির্যা খালের মাটি ও ময়লা আবর্জনা অপসারণ পরিদর্শনে আসেন সিটি মেয়র এম,রেজাউল করিম চৌধুরী,

এসময় আরো উপস্হিত ছিলেন কাউন্সিলর শহিদুল আলম,কাউন্সিলর নুরুল আলম,মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজিনা,প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম,পিএস টু মেয়র আবুল হাশেম,চসিক পরিছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম সহ আরো অনেকে

এসময় মেয়র বলেন নালা নর্দমায় ময়লা আর্বজনা ও ক্ষতিকর পলিথিন না ফেলার অনুরোধ তিনি আরো বলেন শহর মেয়রের একার নয়,এ শহর আপনাদের। সবাই মিলে এ নগরীকে পরিস্কার পরিছন্ন নগরী গড়তে সকলের সহযোগীতা চাই।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর