আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ১৯৫০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার

চট্টগ্রাম রিপোর্টার

করুণা মহামারী এই দুর্যোগ পরিস্থিতিতেও থেমে নেই মাদক ব্যবসা। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাদক কারবারিরা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব আরাফাতুল ইসলাম ও সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মোক্তার হোসেন এর নেতৃত্বে বিশেষ টিম ১ গোপন সংবাদের ভিত্তিতে ০৭/০৭/২০২১ তারিখ ১৭.২০ ঘটিকায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ষোলকবহর এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৫০ পিস ইয়াবা সহ মোঃ মানিক মিয়া (২৭) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর