আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের বহুল আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেপ্তার।

চট্টগ্রাম কণ্ঠ: ডেক্স

সিএমপির কমিশনারের প্রত্যক্ষ নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম এর নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম সহ সিএমপির একটি বিশেষ টিম গত ১৫/০৩/২০২৫ইং তারিখে রাত ৯.৩০ গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমেপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ (২৭) কে গ্রেফতার করে।
গত বছরের ৫ ডিসেম্বরে নগরের অক্সিজেন মোড় এলাকায় ছোট সাজ্জাদকে ধরতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীর এর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ, পাঁচলাইশ থানা পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় তার গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট ৪ জন গুলিবিদ্ধ হন। উল্লেখ্য যে, গত ৩০ শে জানুয়ারি উক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারের লক্ষ্যে সিএমপি কমিশনার অর্থ পুরস্কারের ঘোষণা করেছিলেন। সে বড় সাজ্জাদ (অবস্থান ভারত) এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রন করে। সে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিল্ডিং নির্মান ও ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে বিপুল অংকের চাঁদা দাবি করে, কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের বাড়িতে এবং ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ ধরণের অনেক গুলো ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছুদিন আগে সে ফেইসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হত্যার হুমকী দেয় এবং সে বায়েজিদ থানার আলোচিত ডবল মার্ডার মামলার প্রধান আসামী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র সংক্রান্ত মোট ১৫ টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর