আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে রমজানের শুরুতেই বাজার মনিটরিং করে ম্যাজিস্ট্রেট।

জাহিদুল ইসলাম

আজ ০২/০৩/২০২৫ তারিখ মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন,চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে ব্রীজঘাট বাজার,চরপাথরঘাটা এলাকায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রয়া ত্রিপুরা, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,কর্ণফুলী । মোবাইল কোর্ট পরিচালনাকালে খোলা পণ্য বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার , ফলের দোকান, মুরগীর ডিম মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ইফতার সামগ্রী তৈরী করে বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মামলায় ৮০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। মোবাইল কোর্টে কর্ণফুলী থানার একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর