আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনা অপরাধে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সাঈদীকে।

চট্টগ্রাম প্রতিনিধি :আরিফুর রহমান

আল্লাহর রাসূল শত বাঁধা , যুদ্ধ পেরিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন ।ইসলামের কোন একটা আইনকে অস্বীকার করলে ঈমান থাকে না। আল্লাহর সকল বিধানের সাথে একনিষ্ঠভাবে ঐক্যমত পোষণের নাম হলো ঈমান।চট্টগ্রামের প্যারেড ময়দানের পাঁচ দিনব্যাপী তাফসিলুল কোরআন মাহফিলের শেষ দিন উপস্থিত হন আল্লামা মিজানুর রহমান আজহারী ।ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে (শহীদ রজব আলী ময়দান) ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের পঞ্চম দিনে প্রধান মুফাসসিরের আলোচনায় তিনি এসব কথা বলেন।আলোচনায় মিজানুর রহমান আজহারী আরও বলেন, ‘আল্লাহ কোরআনে তিনটি আদেশ ও তিনটি নিষেধ করেছেন। আদেশ তিনটি হলো– ন্যায়বিচার করা, একে অপরকে সম্মান করা এবং নিকট আত্মীয়দের সম্পর্ক ছিন্ন না করা। আর তিনটি নিষেধ হলো– অশ্লীলতায় না জড়ানো, ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো এবং সীমালঙ্ঘন না করা। এই আদেশ ও নিষেধ মেনে নিতে পারলে আমাদের সমাজ সুখী, সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা কোরআনের ছায়াতলে এক ও অভিন্ন। যেকোনোভাবে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে। মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ থাকবো। সব ধরনের ইসলামী দলের মধ্যে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি তাহলে দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি, গুম, খুন দূর করতে পারবো। ১৬ বছরের জঞ্জাল ৬ মাসে দূর করা সম্ভব না; কিন্তু আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য।’ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের সরকার। আপনারা হতাশ হবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। চট্টগ্রামের জনগণও আপনাদের সঙ্গে আছে।’ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।

 

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর