আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া শান্তির হাট এলাকায় কাপড়ের রং দিয়ে তৈরী হচ্ছে জন্মদিনের কেক।

চট্টগ্রাম কণ্ঠ: ডেক্স
চট্টগ্রামের পটিয়া থানা অন্তর্গত শান্তির হাট একটা বাসা বাড়িতে তৈরি হচ্ছে ভেজাল মিশ্রিত নোংরা পরিবেশে জন্মদিনের কেক।
জন্মদিনের আনন্দকে পরিপূর্ণ করার জন্য সর্বপ্রথম বার্থডে কেকটা অতীব জরুরী ,সেটা যদি হয় একটু কালারফুল দেখতে একটু বেশি সুন্দর লাগে তাহলে তো কথাই নেই। সাধারণ মানুষের এই আবেগকে কাজে লাগানোর জন্য বসে আছে কিছু অসাধু ব্যবসায়ী। এরা মানুষের জীবন নিয়ে খেলছে খাবারের নামকরণে খাওয়াচ্ছে বিষ।প্রতিনিয়ত জন্মদিনের কেক কে সুন্দর করার জন্য ব্যবহার করার কথা ফ্রুট কালার সেখানে ব্যবহার করছে কাপড়ের বিষাক্ত রং। চকলেট সুগারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছেগরাইনের মত ফরমালিন সাথে পঁচা ডিম থেকে শুরু করে ভেজাল বাটার, ঘি ইত্যাদি।
গত ০৩-১২-২০২৪ইং রোজ মঙ্গলবার পটিয়া শান্তির হাট একটি ভাড়া বাসায় সন্ধান মিললো জন্মদিনে কেক তৈরি কারখানা যেখানে শুধু তৈরি হয় রংবেরঙের জন্মদিনের কেক কোন ধরনের অনুমোদন ছাড়াই প্রতিদিন ১০০ থেকে ২০০ পাউন্ড কেক তৈরি করে পাঠানো হয় এলাকা এবং এলাকার বাইরের বিভিন্ন নামিদামি দোকানগুলোতে যেখান থেকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারে সাধারণ জনগণ। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে উক্ত কারখানার মালিক বলেন আমি দীর্ঘদিন বনফুলে কাজ করে এগুলো আয়ত্ত করেছি এখন আমি সব ধরনের ভেজাল বার্থডে কেক তৈরি করতে পারি আমি এসব কেক এই কারখানায় তৈরি করি আর আমার ভাই গাড়ি নিয়ে সব জায়গায় ডেলিভারি করে। সূত্রে জানা যায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে এলাকার জনগণ জানলেও মুখ খোলার সাহস পেতনা শুধু তাই নয় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বিভিন্ন লোকের মাধ্যমে হুমকি ধামকি দেন কারখানার মালিক।বর্তমান এই কারখানার যেই অবস্থা দ্রুত বন্ধ করা না হলে এবং উক্ত কারখানার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ জনগণ কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই এলাকাবাসীর প্রত্যাশা পটিয়া থানা, এবং উপজেলা নির্বাহী অফিসার এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করিবেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর