আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদাল।

জাহিদুল ইসলাম ,কর্ণফুলী

অদ্য ২৬/১১/২০২৪ তারিখ কর্ণফুলী উপজেলায় শিকলবাহা ইউনিয়নে চলমান পরিস্থিতি ও এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সরকারি নিয়ম তান্ত্রিক ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে নিয়ম ভঙ্গের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

দেখা যায় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় মোহছেন আওলিয়া টিম্বার এন্ড সন্সকে ৮০০০/- টাকা , লাইসেন্স না থাকায় , সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় শফি টিম্বার্স এন্ড সমিলকে ১০০০০/- টাকা , লাইসেন্স না থাকায় , সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় খাজা টিম্বার্স এন্ড সমিলকে ১০০০০/- টাকা , লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারি রাস্তা ব্যবহার করায় ও স্টক রেজিস্টার না থাকায় কর্ণফুলী স মিলকে ১০০০০/- টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে আইন বিধি অনুসরণপূর্বক লাইসেন্স গ্রহণ করে লাইসেন্সের শর্ত মোতাবেক করাতকল পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে জনাব এমদাদুল হক , ফরেস্টার, রেঞ্জ কর্মকর্তা , পটিয়া রেঞ্জ প্রসিকিউশন দায়ের করেন। অভিযান পরিচালনাকালে কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেন।

উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ কর্মীকে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর