আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম কর্ণফুলীতে গাঁজাসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

জাহিদুল ইসলাম চট্টগ্রাম

গত ২২নভেম্বর (শুক্রবার) কর্ণফুলীতে আর্মি ক্যাম্প কমান্ডারারের নেতৃত্বে ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট এর আভিযানিক দল এবং পুলিশসহ একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা বলেন,
স্থানীয় তথ্য প্রাপ্তি সাপেক্ষে জানা যায় যে মোঃ হৃদয় (১৮) এবং তার পিতাঃ আবদুল রাজ্জাক (৫৫) (ঠিকানাঃ শিকলবাহা, ওয়ার্ড নং ০৫, কর্ণফুলী, চট্টগ্রাম) উভয়ই গাঁজা ব্যবসায়ী ও সেবনকারী। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর ২০২৪ তারিখে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডারারের নেতৃত্বে ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট এর আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে এবং পুলিশসহ ব্যাপক তল্লাশির পর ঘটনাস্থল থেকে ১৪৬ গ্রাম গাঁজাসহ মোঃ হৃদয়কে গ্রেফতার করা হয়।পরে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ১৪৬ গ্রাম গাঁজা কর্ণফুলী থানা পুলিশের নিকট পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সোপর্দ করা হয় অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর