আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

জাহিদুল ইসলাম

গত ২১/১১/২০২৪ তারিখ কর্ণফুলী উপজেলায় ব্রিজঘাট বাজার এ বাজার মনিটরিং এর লক্ষ্যে মাসুমা জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলী, চট্টগ্রাম কর্ণফুলী কর্তৃক মোবাইল
কোর্ট পরিচালনা করা।বেকারী পণ্যে উৎপাদন এর তারিখ অগ্রিম তারিখ প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় তালিকা না থাকায় হোসেন ফুড বেকারিকে ৫০০০০/- টাকা ; ডিলিং লাইসেন্স না থাকায় রেখা গোল্ডকে ২০০০/- , সাদমান এন্টারপ্রাইজকে ২০০০/- , কর্ণফুলী ক্রোকারিজকে ১৫০০/- মূল্য তালিকা না থাকায় মাহফুজ কনফেকশনারিকে ২০০০/- টাকা; ( ০৫ টি প্রতিষ্ঠানকে মোট ৫৭০০০/- টাকা) জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং অত্যাবশকীয় পণ্য বিক্রির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় , চট্টগ্রাম এর ব্যবসা বাণিজ্য শাখা থেকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণ পূর্বক অত্যাবশকীয় পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেন।উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর