আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী নদী থেকে চোরাই তেলসহ বাল্কহেড জব্দ করেছে সদরঘাট নৌ পুলিশ।

মোহাম্মদ ফারুক 

ট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌ পুলিশের অভিযানে একটি ইঞ্জিনচালিত বাল্কহেড ও ১২০০ লিটার অপরিশোধিত তেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়।রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন- বাঁশখালী উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে মো. শফিউল আলম (২৮), তাঁর ভাই নুরুল ইসলাম (২৫), লক্ষীপুরের রিয়াজ উদ্দিন (৩৫) এবং আলী আজগর (২৯)।

সদরঘাট নৌ পুলিশের ওসি মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বালু ও চোরাই তেল নেওয়া হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিনচালিত বাল্কহেড ও ১২০০ লিটার অপরিশোধিত তেল জব্দ করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর