আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

চট্টগ্রাম কণ্ঠ: ডেস্ক
২৩ই আগস্ট, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সম্প্রতি বন্যার্তদের সহায়তার জন্য একটি ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থীরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও সকল শ্রেণি-পেশার মানুষ থেকে আর্থিক সাহায্য গ্রহন করে এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যেমন শুকনো খাবার, ঔষধ ও অন্যান্য সহায়ক সামগ্রী সংগ্রহ করেন।আজ
জুমার নামাজের পর ত্রাণ সামগ্রী বন্যা কবলিত এলাকায় নেওয়ার আগে অধ্যক্ষে মহোদয়ের সাথে সাক্ষাৎ করে। এসময় অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও আর্থিক অনুদান প্রদান করেন। এবং সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অংশগ্রহণ ছাত্রছাত্রীরা হল- এস এম ফাহিম, ফয়সাল, ফাহবিন শুহরাহ, সোহা, সানিআত আলি সিদ্দিকী মিসকাত হোসেন , আব্দুল্লাহ আদনান ,সৌমেন বড়ূয়া, অর্জুন চাকমা শাদমান হোসেন যারাদ আহসান, আব্দুর রহমান মুলতাজীম খসরু, নিহাল আফ্রিদি এস এম ফয়সাল,
তাসনিয়া ফেরদৌস লিনা,ফাহবিম শুহরাহ সোহা, সানিআত আলি সিদ্দিকা, রায়হান কামাল, কায়েক আলম, আহসাব মুসতাহিব সাফি,হাসানুজ্জামান জাফরি,আখিয়ার ইলতিমাম আয়াত, আদিব মোঃ আদনান, শফিউল আলম আলিফ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর