চট্টগ্রাম প্রতিনিধি: জাহিদ
০৬ আগস্ট আনুমানিক রাত ৯:৪০ মিনিটে বাকলিয়া থানার ফায়ার সার্ভিস মোড়ে ঘটে যায় এক ভয়াবহ দুর্দষ লুটপাট ও ডাকাতি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন পূর্ব শত্রুতার জের ধরে মিনহাজ উদ্দিন রনি প্রকাশ( ইয়াবা রনি) ৩০-৩৫ জন সাঙ্গু বাঙ্গু নিয়ে আনুমানিক রাত ৯.৪০ মিনিটে রুবেলের আয়েশা টেলিকম সেন্টার ও তার বাসায় হামলা করে সাত থেকে আট লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া বাসা ও দোকানে প্রচুর পরিমাণে ভাঙচুর করে যাত্রাকালে রুবেলের ব্যবহৃত নিজস্ব মোটরসাইকেলটি জালিয়ে দেয়। এই বিষয়ে সংবাদ কর্মীরা রুবেলের কাছে আইনি প্রক্রিয়াধীন কোন ব্যবস্থা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে তিনি কোথাও অভিযোগ করতে পারেননি। তাই গণমাধ্যম কর্মীদের সরপন্ন হয়ে দেশ ও জাতির কাছে তুলে ধরে সেনাবাহিনীদের কাছে সঠিক তদন্ত অনুসারে বিচারের দাবি জানাই।রুবেল আরো ও বলেন-আমি একজন বিএনপির কর্মী, তাই আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি এবং জেল ও কেটেছি। তাই বিএনপি জামাতের কোন ভাই আমার ক্ষতি করতে পারেনা।এটা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নরকিয় বাহিনীর কাজ। এখন নিরপেক্ষ নির্দলীয় সরকারের সময় ও কি আমি নির্যাতিত হব? তাহলে আমার মত অসহায় মানুষগুলোর কি এই বাংলাই বাঁচার আধিকার নাই জানতে চাই ছাত্র সমাজের কাছে।
Leave a Reply