আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ভুয়া মহিলা পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুমন দাস 

শাহনাজ আক্তার শান্তা (১৯) নামের এক ভুয়া মহিলা পুলিশকে আটক করেছে ডাবলমুরিং থানা পুলিশ।

গত ১৪/০৫/২০২৪ ইং তারিখে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদে অবস্হিত উপ-পুলিশ কমিশনার-ট্রাফিক (পশ্চিম) এর কার্যালয়ে শাহনাজ আক্তার শান্তা নামে এক মহিলা উপস্হিত হয়ে নিজেকে পুলিশের নারী কনস্টেবল পরিচয় দিয়ে তার চাচা মোঃ মনির মিয়া (৫১) এর আটক ভ্যানগাড়ি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করে। ভ্যানগাড়ি ছাড়ানোর অনুরোধ শেষে বের হওয়ার সময় পুলিশি নিয়মে স্যালুট না দেয়ায় তাকে সন্দেহ করে। সন্দেহের প্রেক্ষিতে নারী পুলিশ পরিচয়দানকারী শাহনাজ আক্তার শান্তা কে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব নিহাদ আদনান তাইয়ান জিজ্ঞাসা বাদ করলে এক পর্যায়ে স্বীকার করে সে নারী পুলিশ সদস্য নয়। সংবাদ পেয়ে ডবলমুরিং মডেল থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) দিক-নির্দেশনা মতো ব্যাপক জিজ্ঞাসাবাদে সে আরো স্বীকার করে যে তার কাছে নারী পুলিশের ইউনিফর্ম আছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে মৌলভীপাড়াস্হ তার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে পুলিশের ইউনিফর্মের ২ টি শার্ট, ১ টি প্যান্ট, পুলিশের বেল্ট, ক্যাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইউনিফর্মের শার্টের মধ্যে একটিতে ডিএমপির মনোগ্রাম, অন্যটিতে সিএমপির মনোগ্রাম আছে। চাচা পরিচয়দানকারী ভ্যানগাড়ি মালিক মনির মিয়া পুলিশ পরিচয়দানকারী শাহনাজ আক্তারের চাচা নন। তারা পরস্পর যোগসাজশে পুলিশের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের পাটোয়ারী বলেন আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করে থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর