আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী থানার আটককৃত আসামি টয়লেটের হারপিক খেয়ে আত্ম-হত্যার চেষ্টা

জাহিদুল ইসলাম

চট্টগ্রামে থানাহাজতে হারপিক খেয়ে আরমান আলী নামে এক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নগরের কর্ণফুলী থানার অস্থায়ী ভবনের নারী হাজতখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ জহির হোসেন। আরমান আলী কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এক নারীকে যৌন নিপীড়ন করে আসছিলেন আরমান। তবে আরমানের দাবি- ঐ নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে কর্ণফুলী থানার আক্তারুজ্জামান চত্বরে দুজন ঝগড়ায় লিপ্ত হন। এ সময় স্থানীয়রা আরমানকে আটক করে থানায় সোপর্দ করেন।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আরমানকে থানার নারী হাজতখানায় রাখেন ডিউটি অফিসার। একপর্যায়ে ডিউটি অফিসারের অজান্তে হাজতখানার টয়লেটে পরিচ্ছন্নতাকর্মীর রেখে যাওয়া হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরমান।
ওসি জহির হোসেন বলেন, থানাহাজতে থাকা আসামি আরমান টয়লেটে থাকা হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বমি করলে তাৎক্ষণিক আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তিনি বর্তমানে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর