আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেমের ফাঁদে ফেলে আটক করে চাঁদা আদায়ের ৩ সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম কণ্ঠ :ডেক্স
চট্টগ্রামে প্রেমের প্রলোভন দেখিয়ে আটকে রেখে টাকা আদায় চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আনিসুল ইসলাম আহাদ, তার স্ত্রী মাহমুদা হক মুমু ও ওসমান খালেক সাইহান। সোমবার ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম বলেন, ফেসবুকের মাধ্যমে মাহমুদা এক যুবকের সাথে সম্পর্ক গড়ে তুলে।কথা বলার এক পর্যায়ে নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে গিয়ে মারধর করে মোবাইল হাতিয়ে নেয়। পরে হত্যার ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে এবং ভয় দেখিয়ে ছেড়ে দেয়। চক্রটি সমাজের ভিত্তবান ব্যক্তিদের টার্গেট করে। মুমুকে দিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যায়।পরবর্তীতে আটক রেখে ধারালো ছোরার ভয় দেখিয়ে, মারধর করে চাঁদা আদায় করে।

 

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর