চট্টগ্রাম রিপোর্টার
চট্টগ্রামে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নগরীর নিউ মার্কেট, রেল স্টেশন এলাকায় যানচলাচল কমে যায়। পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন। এই সময় পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সোমবার (১২ ফেব্রুয়ারি) ৪টার দিকে হকার্সদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত হকাররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একাধিক ব্যবসায়ী ও পুলিশ আহত হওয়ার খবর পাওয়া যায়।স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার রাস্তা ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।হকাররা পুনর্বাসনের দাবি জানিয়ে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করে।কোতোয়ালিথানার ওসি ওবায়দুল হক জানান, স্টেশন রোড এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের পর কতিপয় হকার আবারও সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে হকাররা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪/৫ জন পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply