আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আতঙ্কের আরেক নাম ডেঙ্গু।

সুমন দাস চট্টগ্রাম

দিন দিন বেড়ে চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর হার শহরের বেশিরভাগ হাসপাতালেই ভর্তি রয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শত চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডেঙ্গু সংক্রামণ।
চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৬ জন। এই নিয়ে চট্টগ্রাম চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার পাঁচজন। মারা গেছেন মোট ২৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩৭জন ডেঙ্গু রোগী। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩ এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে উপজেলা হাসপাতালে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, বিআইটিআইডি হাসপাতালে ১৫ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৩৭ জন রোগী। এরমধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬১জন রোগী। উপজেলা হাসপাতালে ভর্তি আছেন ২৮জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮০জন, বিআইটিআইডি হাসপাতালে ৪২জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৬জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর