আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত।

জাহিদ হোসেন (কর্ণফুলী)

চট্টগ্রামে মহিলা পুলিশ সহকর্মীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী মহিলা পুলিশ কনস্টেবল ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল রুবেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা সত্যিই প্রমাণ হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানাযায়, পুলিশ কনস্টেবল রুবেলের সাথে ওই নারী সহকর্মীর প্রেমের সম্পর্ক ছিলো। সেই সুবাদে বিভিন্ন সময় তাদের একান্ত কিছু ছবি ধারণ করে রাখেন পুলিশ কনস্টেবল রুবেল। ১৪ই জানুয়ারি ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নারী সহকর্মীকে নগরীর একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেন ।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা সংবাদ কর্মীকে বলেন, নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত রুবেল মিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর