আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পাহাড় ধসে পড়ে এক শিশুর মৃত্যু

কক্সবাজার রিপোর্টার

কক্সবাজার শহরে নিজ ঘরে খেলার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তামিম ইকবাল (৫) ওই এলাকার মো. রুবেলের ছেলে।

নিহতের বাবা রুবেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রাতে ঘরের ভিতরে বাচ্চা খেলা করছিল। হঠাৎ করে বাচ্চা যেদিকে খেলা করছিল সেদিকে পাহাড় ধসে পড়ে।পাহাড় ধসের মাটি ঘরের ওপর পড়লে মাটির নিচে বাচ্চা চাপা পড়ে যায়। বাচ্চাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, কক্সবাজার থেকে পাহাড় ধসে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর