চট্টগ্রাম রিপোর্ট
পাহাড়তলীতে ০২ শিশু বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষক গ্রেফতার, বিজ্ঞ আদালতে মাদ্রাসা শিক্ষকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।রহিম (১০) ও করিম (১১) (ছদ্মনাম) পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলী নগর দারুস সুন্নহ্ আল ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান আজিজ (২৬) ইহকালের ও পরকালের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে কোমলমতি এই শিশু দুইজনকে বলাৎকার করে আসছিল। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান আজিজকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ।
বলাৎকারের ঘটনায় গ্রেফতারকৃত মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান আজিজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় ফৌঃ কাঃ বি আইনের ১৬৪ ধরায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ঠিকানাঃ আজিজুর রহমান আজিজ (২৬), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা- সাজেদা ইয়াছমিন, সাং-বটতলী (পালংখালী), থানা- উঁখিয়া, জেলা-কক্সবাজার বর্তমান : দারুস সুন্নাহ আল ইসলামীয়া(হেফজ/নুরানী) মাদ্রাসা, আব্দুল আলী নগর, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।
Leave a Reply