আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন সময়সূচিতে সোমবার থেকে ব্যাংক লেনদেন করা হবে

ডেস্ক রিপোর্ট

আরও এক সপ্তাহ বেড়েছে ‘লকডাউন’। এ সময়ে ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক লেনদেন করা যাবে। অন্যান্য কাজ শেষ করতে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এ নির্দেশনা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার রোববার (১৬ মে) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর