আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডাকাতি করার আগেই ডাকাতি সরঞ্জামসহ পুলিশের হাতে গ্রেপ্তার।

চট্টগ্রাম কন্ঠ: ডেক্স

সীতাকুণ্ড মডেল থানার অভিযানে কর্মরত অফিসার এএসআই(নিঃ) এসআই (নিঃ) মুকিব হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সীতাকুন্ড মডেল থানাধীন সোনাইছড়ি ইউপিস্থ ঘোড়ামারা ফকিরহাট ডালাস পট্রোল পাম্প সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা গামী মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর হইতে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন:১. মোঃ রাজু প্রঃ রাজু মনি(২৩), পিতা-বোরকান উদ্দিন, মাতা-জোহরা বেগম, সাং-শীতলপুর, বগুলা বাজার, ০৭নং ওয়ার্ড, সোনাইছড়ি ইউনিয়ন, থানা- সীতাকুন্ড, জেলা –চট্টগ্রাম, ২. মোঃ শাকিল প্রঃ মফিজুর রহমান(২১), পিতা-মোহাম্মদ আলী, মাতা-হালিমা বেগম, সাং- দক্ষিণ সোনাইছড়ি, আহাম্মদ মিয়ার বাড়ী, রেললাইনের পূর্ব পাশ, ০৬নং ওয়ার্ড, সোনাইছড়ি ইউনিয়ন, থানা- সীতাকুন্ড, জেলা -চট্টগ্রাম, ৩. মোঃ তারেক আবেদীন (২১), পিতা-আব্দুল কাদের, মাতা-নাছিমা বেগম, সাং- শীতলপুর পশ্চিম পাড়া, বুলবুল হুজুরের বাড়ী, ০৭নং ওয়ার্ড, সোনাইছড়ি ইউনিয়ন, এ/পি- ফুলতলা কলোনী, নিজাম উদ্দিন কানের বাড়ী, ০৫নং ওয়ার্ড, সোনাইছড়ি ইউনিয়ন, থানা- সীতাকুন্ড, জেলা –চট্টগ্রাম।
পরবর্তীতে সীতাকুন্ড মডেল থানার তাদের নামে মামলা করা হয় ।মামলা নং- ২৬, তাং- ২৪/১০/২০২২ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।
একই দিনে এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হুসেনের সঙ্গীয় ফোর্সসহ সীতাকুন্ড মডেল থানাধীণ বাড়বকুন্ড ইউপিস্থ যুদার পাড়া, ৮নং ওয়ার্ড, জেলে পাড়া পাকা রাস্তার উপর হইতে ১০ (দশ) লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করে পুলিশ। আসামী নাম জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা- রহিছা খাতুন ,স্থায়ী: যুদারপাড়া, ৮নং ওয়ার্ড, বাড়বকুন্ড ইউপি, থানা- সীতাকুন্ড, জেলা –চট্টগ্রাম। পরবর্তীতে সীতাকুন্ড মডেল থানার আসামির নামে মামলা হয়।মামলা নং- ২৪, তাং- ২৪/১০/২০২২ইং, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। উক্ত আসামীদের যথাযথ পুলিশ স্টকটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর