আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০ বছর জেল কাটার পর আদালতে নির্দোষ প্রমাণ

চট্টগ্রাম কন্ঠ: ডেক্স

চাঁদপুরে একটি হত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করার পর, আদালতে নির্দোষ প্রমাণিত হয অহিদুন্নেসা নামে শতবর্ষী এক নারীর ।

তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছাড়া পেয়েছেন কাশিমপুর জেল থেকে ।কারা কর্তৃপক্ষ বলছে,
ছাড়া পাওয়ার সময় যারা তার মুক্তির জন্য ভূমিকা রেখেছেন,অহিদুন্নেসা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কারাগারের ভেতরেই মারা যেতে হয় কিনা এরকম একটা বিষয় তার মাথায় সবসময় কাজ করতো।
যেহেতু তার অনেক বয়স হয়েছিলো, তার চলাফেরায় অসুবিধা হতো,
কিন্তু মুক্তি পাওয়ার আগেই দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছেন অহিদুন্নেসা ।

জেলে থাকা অবস্থাতেই স্বামী ও এক সন্তানকে হারিয়েছেন। তবে মৃত্যুর আগে অন্তত মুক্তির স্বাদ পেলেন ।

সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নিরীহ মানুষ কে, মিথ্যা মামলা দিয়ে প্রতিদিনই ফাঁসানো হয়, অথচ মিথ্যা মামলা কারীদের কখনো শাস্তি হয় না ।
গণমাধ্যমে সংবাদ প্রচার হয় কয়জনের ।

এই মামলার তদন্ত কর্মকর্তাকে শাপলা চত্বরে প্রকাশ্য ক্রসফায়ার দেয়া হোক এবং বিচারক কে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও শাপলা চত্বরে প্রকাশ্য ক্রসফায়ার দেয়া হোক ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর