আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইন পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিং সিএমপির,পুলিশ কমিশনার।

চট্টগ্রাম কন্ঠ: ডেক্স

বন্দর নগরীর সর্বশেষ আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে নগরীর পাঁহাড়তলী থানার অফিসার ও ফোর্সের সাথে বিশেষ ব্রিফিং করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।

এসময় তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সিএমপি কমিশনার মহোদয় মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ আব্দুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব মোঃ তারেক আহম্মেদ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পাঁহাড়তলী থানার অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর