আজ ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের ছয়টি উপজেলার ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

আরাফাত ( চট্টগ্রাম)

চট্টগ্রামের ছয়টি উপজেলার ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে কোথাও বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বাঁশখালীতে একিট ভোটকেন্দ্রের পাশ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে র‌্যাব। এই উপজেলায় ১৩টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি উদ্ধার করা হয়।


র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, সকাল সাড়ে ১১টায় এক নম্বর ছেলবন কেন্দ্রের পাশের মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক ও কিছু লাঠিসোঁটা পাওয়া গেছে। কারা এসব অস্ত্র রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্বাভাবিক নিয়মে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। আর এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১৮ টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র পটিয়া ও আনোয়ার উপজেলার দুটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বাকি ১৬টি ইউপিতে ইভিএম মেশিনেই ভোট নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর