আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ষড়যন্ত্রের শিকার কাউন্সিলর রুমকী সেনগুপ্ত

মোঃ জুবাইর চট্টগ্রাম

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত-৭ এর নারী কাউন্সিলর রুমকী সেনগুপ্তের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। যে রেকর্ডকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম কণ্ঠ চিফ রিপোর্টার দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক অন্যধারা পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ জুবাইর তার সাথে একান্ত সাক্ষাত করলে তিনি ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে বলেন, অডিওটা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে, আমার কিন্তু কোন চাঁদাবাজি শব্দ ছিল না। যেহেতু একটা বছরই ঈদ এবং পুজো থাকে আমি যতটুকু জানি, ঈদে অনেকে উপহার দেয়, অনেকে যাকাত দেয় গরিবদের দেয়ার জন্য। সেই উপলক্ষে আমার এলাকার কিছু প্রতিষ্ঠান বা বিত্তবান ব্যক্তি রয়েছে, তাই তাদের কাছে বিশেষ আবদারে চাওয়া, তারা যদি এলাকার মানুষদের জন্য কিছু করতে পারে।

ম্যানেজার তার পূর্ব পরিচিত কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, “আমি কিন্তু প্রথমবার কল করেছি। আর সবচেয়ে অবাক কান্ড লাগলো, আমি প্রথম বার কল করলাম, আর প্রথম বারই উনি সেটা কল রেকর্ড করল, সেটা কিভাবে? তাহলে তো এটা নির্বাচনী প্রতি হিংসা এবং ষড়যন্ত্র ভাবেই চলছে।


তিনি আরও বলেন, “আমিতো টাকাও চাইনি, পয়সাও চাইনি, তাহলে এটাকে কি চাঁদাবাজি বলে?”
অবশ্য ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যাবে যে, এখানে কোন চাঁদাবাজির কথাই উল্লেখ নেই। তিনি ১৬, ২০ ও ৩২ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর। দলমত নির্বিশেষে তিনি সকলের জনপ্রিয় নারী নেত্রী। সমাজ ও রাজনীতিতে সবাই নেতা বা নায়কের স্থান করে নিতে পারে না। ইতিহাসে নায়ক হওয়ার মতো মানুষ সব কালে, সব যুগে সৃষ্টি হয় না। ইতিহাস আপন তাগিদে নায়কের উদ্ভব ঘটায়। রুমকী সেনগুপ্তে তেমনি এক অবিসংবাদিত নারী নেত্রী। যার সৃষ্টি ইতিহাসের প্রয়োজনে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর