আজ ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজে’র মাতৃভাষা দিবস পালিত।

মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম


চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।কর্মসূচির মধ্যে ছিলো একুশের প্রথম প্রহরে রবিবার দিবাগত রাত ১২:০১ মিনিটে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।


সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন,আলোচনা সভা ও সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনসহ বাংলাভাষা ও ২১ফেব্রুয়ারির ইতিহাস সংস্কৃতি ও ঐতিহাসিক বাস্তবতায় আলোকিত বিষয়।

আজ সকাল ১১ টায় প্রেস ক্লাব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস সকল ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, যতদিন এই পৃথিবীতে বাংলাভাষা-ভাষী মানুষ থাকবে ততদিন একুশে ফেব্রয়ারি পালিত হবে। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ একই সুত্রে গাঁথা। যারা স্বাধীনতার বিরোধী ছিলো তারাই ৭৫ ঘটিয়েছে।

এবারের একুশ আমাদের কাছে আরো গৌরবের কারণ চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদ দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক একুশে পদক অর্জন করেছেন। এজন্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২১ ফেব্রুয়ারি সোমবার প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আবদুস সবুর শুভ।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি অনিন্দ্য টিটো, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী,

কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, স্থায়ী সদস্য দেবপ্রসাদ দেবু, তপন দাশবর্মন,

আফজল রহিম সিদ্দিকী, মোহাম্মদ ফারুক, নুরউদ্দিন আহমদ, কামাল উদ্দিন খোকন, গোলাম মাওলা মুরাদ, আবুল হাসনাত, সাইদুল আজাদ, রাজেশ চক্রবর্তী, মান্নান মেহেদী, এসএমইফতেখারুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জহির, মহররম হোসাইন, সহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর