আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলশী বাস্কেট শপে নানা কারণে লাখ টাকা জরিমানা।


মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।

অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রসেস করাসহ পাঁচ দোষের কারণে চট্টগ্রাম নগরের খুলশীর ‘দি বাস্কেট সুপার শপ’কে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযান চালিয়ে এ জরিমানা দেন।

মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রসেস করা,কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা,করোনার টিকা সনদ প্রদর্শনে ব্যর্থ,স্থানীয়ভাবে প্রস্তুত করা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয় ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় এ জরিমানা ধার্য্য করা হয়েছে।

একই সময়ে নগরের নন্দনকানন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৬ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সার্বিক সহায়তা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর